নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
১৩ই ফেব্রুয়ারী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন সোশ্যাল মিডিয়াতে গত বেশ কিছুদিন যাবদ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব কটি রাজ্য নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সামিল হয়েছে। ত্রিপুরাতেও প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে অরাজনৈতিক ব্যানারে বিগত বেশ ক’দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিলের বিরোধিতায় প্রতিবাদ কর্মসূচি চলছে। এদিন কারোর নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেন একটা অংশ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিল শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়। এই বিলের ফলে রাজ্যে যেন কোনো প্রভাব না পরে সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে সরকারের। তিনি অভিযোগ করেন এই ইস্যুতে কেউ কেউ বিভ্রান্তি ছড়িয়ে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও বলেন যে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। যে শপথ নিয়ে রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো মূল্যে নিষ্ঠার সঙ্গে সেই অঙ্গীকার রক্ষা করা হবে। ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার আসীন হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পরিকাঠামো শিক্ষা-সংস্কৃতি সর্বক্ষেত্রের উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে উন্নিত করতে চাইছেন। তিনি বলেন ত্রিপুরা কে সুরক্ষিত রাখতে জনজাতি সহ সকল অংশের নাগরিকদের সুরক্ষা দিতে মন্ত্রিসভার সদস্যরা দায়বদ্ধ।