নিউজ ডেস্কঃ – মিডিয়া ও বিনোদন জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে Airtel ও ZEEL ।
ভারতের টেলিকম সংস্থা Airtel (Baharti Airtel ) এবং মিডিয়া ও বিনোদন নেটওয়ার্ক ZEE Entertainment Enterprises (ZEEL) ভারতে ডিজিটাল এবং Over – to – top (OTT) ভিডিও কনটেন্ট বৃদ্ধির জন্য চুক্তিবদ্ধ হচ্ছে । ভারত জুড়ে গ্রাহকদের জন্য ডিজিটাল / ওটিটি ভিডিও কনটেন্টের সমাধান করার জন্য Airtel ও ZEEL একসাথে কাজ করবে।
Bharti Airtel-এর ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল জানান, আমাদের প্রচেষ্টা ভারতে একটি বিশ্বমানের কন্টেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা এবং বিভিন্ন ডিজিটাল বিনোদন অভিজ্ঞতা কাজে লাগানো । আমরা একটি এমন কঠিন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা শুরু হলে ভারত থেকে সমগ্র বিশ্বে আমাদের গ্রাহকেরা এয়ারটেল টিভির মাধ্যমে এই পরিষেবা পাবেন ।
ZEEL-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনিত গোয়েনক বলেন, ZEE5 লক্ষ্যে আমরা আমাদের ভোক্তাদের কাছে আমাদের পরিষেবাকে এমন ভাবে পৌছে দিতে চাই যাতে ভারত এক নম্বর Over – to – top (OTT) তালিকাভুক্ত হতে পারে, Airtel-এর সাথে আমাদের এই জোটটি সামগ্রিক ডিজিটাল ভোক্তাদের জন্য আমাদের লক্ষ্যকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে ।