
উদয়পুরেঃশুক্রবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই মনোজ ত্রিপুরা নামে এক ব্যক্তির বসতঘর সহ আরো দুইটি ঘর।ঘটনাটি ঘটে উদয়পুর মহাকুমারধিন রাধাকিশোরপুর থানাধীন গাথালং এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতে মনুজ ত্রিপুরার বসত ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা খবর দেওয়া হয় উদয়পুরের অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা আসার আগেই আগুনে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মনোজ ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এটি নাশকতার আগুন।ক্ষতিগ্রস্ত পরিমাণ প্রায় তিন লাখ টাকার ওপর হবে বলে জানান।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
