দীর্ঘ ৭ মাস পর অবশেষে খুলল মাল্টিপ্লেক্সের দরজা। নিউ নরমালে বৃহস্পতিবার দর্শকদের জন্য খুলে গেল মাল্টিপ্লেক্সের দরজা। করোনা অবহে মাল্টিপ্লেক্সের দরজা খুললেও বেঁধে দেওয়া হয়েছে একাধিক নিয়মাবলী।
বৃহস্পতিবার সকাল থেকেই খুলে গিয়েছে স্বভূমি আইনক্স ও মধ্যমগ্রামের আইনক্স। দর্শকদের জন্য মাল্টিপ্লেক্স খুলেছে তো ঠিকই কিন্তু মেনে চলা হচ্ছে একাধিক নিয়ম। আইনক্স-র ভিতরে গোল গোল করে ফুট প্রিন্ট করা হয়েছে সেখানে দাঁড়িয়ে হলে প্রবেশের আগে থার্মাল স্ক্রীনিং করা হচ্ছে। তাপমাত্রা সঠিক থাকলেই তবেই ঢুকতে দেওয়া হচ্ছে হলের ভিতরে। আইনক্স-র ক্ষেত্রে রয়েছে শুধুমাত্র ই-টিকেটের ব্যবস্থা। ৫০ শতাংশ দর্শকাসনে টিকিটের ব্যবস্থা থাকছে। সিনেমা শেষে পর্যায়ক্রমে বার করা হবে দর্শকদের। সিনেমার বিরতিতে জীবাণুমুক্ত করা হবে প্রত্যেককে। প্রতি রো-তে একটি করে আসন বাদ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। মানা হচ্ছে সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে খোলা হয়েছে মাল্টিপ্লেক্স।