নেশা বিরোধী অভিযানে আবারও বড় সড় সাফল্য পেল ধর্মনগর পুলিশ
নিজস্ব প্রতিনিধি , ধর্মনগর ঃ – ২৩শে জুলাই আনুমানিক সকাল ১১.৩০ টা নাগাত ধর্মনগর আই এস বি টি তে হানা দিয়ে ২৬ প্যাকেট গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানা , সেই সাথে গ্রেপ্তার করা হয় ৪ জনকে । জানা যায়, ধৃতরা বিহারের পাটনার বাসিন্দা । সেইসাথে বহুদিন ধরে তারা আন্তঃরাষ্ট্রীয় গাঁজা পাচার চক্রের সাথেও জড়িত ।
এইদিন সকালে পাচারের উদ্দেশ্যে ধৃত ৪ পাচারকারী ধর্মনগর আই এস বি টি তে জড়ো হলে , তাদের দেখে সন্দেহ হয় আই এস বি টি তে কর্মরত গাড়ির চালকদের । তারাই পুলিশে খবর দেয় , খবর পেয়ে সাথে সাথে পুলিশ এসে ২৬ প্যাকেট গাঁজা সহ ৪ পাচারকারীকে আটক করে , পুলিশ সুত্রের খবর বাজেয়াপ্ত হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকার ওপরে ।
নেশা মুক্ত রাজ্য গড়তে ও নেশা কারবারিদের গোড়া থেকে উৎখাত করতে সর্বদা তৎপর থাকবে ত্রিপুরা পুলিশ প্রশাসন বলে জানায় ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ।