বামেরা যে পদ্ধতিতে ৩৪ বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে ২০১৯ এ অমিত শাহ ঠিক সেই কায়দায় বিজেপির বিজয় রথ নিয়ে যেতে প্রস্তুত।দেশের প্রতিটি বিধানসভায় একজন করে পূর্ণকালীন কর্মী নিয়োগ করছে বিজেপি।ইতিমধ্যেই ৩২০০ জন ফুলটাইমার নিয়োগ করা হয়ে গেছে।তাদের মধ্যে প্রায় ১০০ জন মুসলিম এবং ক্রিস্টিয়ান ও আছেন। ৩২০০ জনের মধ্যে ২২৫০ জন জন্য দলের হয়ে কাজ করতে প্রস্তুত।বাকী জায়গায় ও খুব শীঘ্রই নিয়োগ করা হবে ফুলটাইমার। তাদের নিজ বিধানসভার বাইরে কাজ করতে হবে ২০১৯ এর ভোটের ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত।