১০ দিনের হাসপাতালের লড়াই শেষে চলে গেলেন দক্ষিণী নেতা তথা তামিলনাড়ুর ৫বারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি
নিউজ ডেস্ক , চেন্নাই – তামিলনাড়ুর ৫ বারের মুখ্যমন্ত্রী এম করুণানিধি ৯৪ বছর বয়সে চেন্নাইয়ের এক বেসরকারি আজ সন্ধ্যাবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । গত ২৮ শে জুলাই থেকে ঠাণ্ডা ো জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ।
আজ সন্ধ্যে ৬.১০ নাগাত হাসপাতালের পক্ষ থেকে এখবর জানান হয় । গত সোমবার হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানান হয় যে বার্ধক্য জনিত সমস্যার জন্য তাঁর শরীরের কিছু অঙ্গ চিকিৎসায় সাড়া দিচ্ছে না । সেই কারনে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
তার অসুস্থতার শেষ সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং রাজনৈতিক দলগুলোর নেতৃস্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার প্রাথমিকভাবে তার বাড়িতে এবং তারপর হাসপাতালে তাঁর সাথে দেখা করেন। কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন, অভিনেতা-রাজনীতিবিদ কামাল হাসান ও রজনীকান্ত-ও তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁর সাথে দেখা করেন ।