নিউজ ডেস্ক,বাংলাদেশঃ-বাংলাদেশে আবারো হিন্দু নাবালিকা অপহরণ।প্রতিবেশী হিন্দুরা আগেই বলেছিল,কোন মুসলিম শিক্ষকের কাছে হিন্দু মেয়েদের প্রাইভেট পড়াতে দেবেন না।কারন এরা কালসাপ।আর শান্তির ধর্মের কালসাপরা অবশ্যই হিন্দু মেয়েদের ছোঁবল মারে।
প্রতিবেশীদের দুশ্চিন্তা বাস্তবে পরিণত হল।চৌদ্দ বছর বয়স্কা হিন্দু নাবালিকা স্কুল ছাত্রিকে(সুস্মিতা রানি মজুমদার)মোঃ ইলিয়াস মোল্লা নামে তার মুসলমান শিক্ষক ও তার সাঙ্গ পাঙ্গরা গত একুশে জানুয়ারি ঢ়াকার দক্ষিন কেরানিগঞ্জ থেকে অপহরন করেছে এবং তাকে মুসলিম ধর্মে ধরমান্তরিত করার জন্য অপ্রাণ চেষ্টা করছে ইলিয়াম মোল্লাট বলে সূত্রের খবর।
বাংলাদেশ মাইরিটি ওয়াচ গত উনিশ ফেব্রুয়ারী ঘটনা তদন্তে ভিকটিমের ঘটনাস্থল,পুলিশ অফিসার,সংলিষ্ট তদন্তকারি অফিসার, ও আসামীর মার এর সঙ্গে কথা বলেন।পুলিশ অফিসার প্রতিবেশীদের সঙ্গে ছিলেন, কিন্তু অপহরনের এক মাস পেরিয়ে গেলেও আজ অব্দি পুলিশ সুস্মিতা রানি মজুমদার কে যেমন উদ্ধার করতে পারেনি তেমনি আসামীকেও গ্রেপ্তার করতে পারে নি।