মেহমুদ গজনবী হিজবুল কমান্ডার কাশ্মীরে RSS এর তত্পরতা নিয়ে উদ্বিগ্ন। তার অভিযোগ মোদী সরকার এবং RSS মিলে কাশ্মিরে শিক্ষা এবং সমাজে হিন্দুত্ববাদ ছড়িয়ে দিচ্ছে। ভিবিন্ন সরকারী প্রতিষ্ঠান রাজনীতিক দল এবং প্রশাসনিক আধিকারিকরা এক্ষেত্রে RSS কে সহযোগিতা করছে বলে একটি ভিডিও জারি করেছে এই হিজবুল কমান্ডার। দিশেহারা হয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়কে হিন্দু জনগণের সাথে গান্ধীগিরির পথে চলতে উপদেশ দেন তিনি।