নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মামলায় মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। সেখানেই করমর্দন না করে পাক অফিসারকে জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব দীপক মিত্তল। বর্তমানে পাকিস্তানে বন্দি হয়ে আছেন ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদব।তাঁর ফাঁসির রায়ও দিয়েছে পাকিস্তানের আদালত। ১৮ই ফেব্রুয়ারী ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ ছিল সেই মামলার শুনানি। সেখানে শুনানি শুরুর আগে সৌজন্যের খাতিরে দীপক মিত্তলের দিকে হাত বাড়িয়ে দেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর খান। কিন্তু হ্যান্ডশেক না করে উঠে দাঁড়িয়ে নমস্কার করেন দীপক মিত্তল।২০১৭-তেও পাকিস্তানকে শুকনো নমস্কার করেছিলেন ভারতের কূটনীতিক।
দ্য হেগ-এর আন্তর্জাতিক ন্যায় আদালতে চারদিন ধরে চলবে মামলার শুনানি৷ এরই মধ্যে আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরবে নয়াদিল্লি ও ইসলামাবাদ৷কুলভূষণ যাদব ছিলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার৷ পাকিস্তানের দাবি, কূলভূষণ ভারতীয় গুপ্তচর এর এজেন্ট হয়ে কাজ করতেন৷এই অভিযোগে পাক গুপ্তচর সংস্থা আইএসআই তাকে অপহরণ করে ইরান থেকে। পরে তাকে গ্রেফতারও করা হয়৷ ২০১৭ সালের এপ্রিলেই পাকিস্তানের সৈন্য আদালত কূলভূষণকে ফাঁসির সাজা শোনায়৷ পাকিস্তান যদি ফাঁসির সাজার কারণ ব্যাখ্যা করতে না পারে তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনের অবমাননার সামিল৷ মাঝে আন্তর্জাতিক আদালতের নির্দেশেই কুলভূষণের মা ও স্ত্রী তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান৷