নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
সোস্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও,এক বাম নেতার বিরুদ্ধে মামলা করছেন সমাজ কল্যান মন্ত্রী শান্তনা চাকমা। এই অশ্লীল ভিডিওকে নিয়ে সিপিএমের অপপ্রচারের বিরুদ্ধে মন্ত্রী সান্তনা চাকমা কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন। ১২ই ফেব্রুয়ারী বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মন্ত্রী শান্তনা চাকমা সিপিএম দলের এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তিনি বলেন একটি দল এত নিম্ন মানসিকতার হতে পারে তা সিপিএম কে দেখে বোঝা যাচ্ছে। কোন ইস্যু না থাকায় এই ধরনের ভুয়ো ভিডিওকে ইস্যু বানিয়ে আন্দোলনে নেমে সিপিএম এর নারী নেত্রীরা তাদের নিম্ন মানসিকতার পরিচয় দিলেন। সিপিএম এর এই অপ প্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মন্ত্রী মন্ত্রী শান্তনা চাকমা সরাসরি আইনের দারস্ত হতে চলেছেন। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন সিপিএম এর এক শীর্ষ নেতা সহ সোস্যাল মিডিয়ায়র কয়েক জনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে। এজন্য মন্ত্রী রাজ্যের বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন।সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসক দলের মন্ত্রী বিধায়কদের কালিমালিপ্ত করতে এই ধরনের ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।