২০,০০০ কোটি টাকার অতিরিক্ত ডিফেন্স বাজেট চাইলো মিনিস্ট্রি ওফ ডিফেন্স যুদ্ধের প্রস্তুতি খাতে।মনোহর পরিকর থাকাকালীন তিনি বলেছিলেন সেনা চাইলে অতিরিক্ত বাজেট দিতে প্রস্তুত সরকার।বর্তমানে অর্থমন্ত্রী ই ডিফেন্স মিনিস্টার তাই অতিরিক্ত অর্থ পেতে অসুবিধা হবে না।আমাদের ডিফেন্স বাজেট বর্তমানে ২,৭৪,১১৩ কোটি টাকা জিডিপির ১.৬২ শতাংশ। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রস্তুতির দিকে কোনো ত্রুটি রাখতে চায়না সেনা।