নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।মঙ্গলবার শীর্ষ আদালতে তাঁর আবেদন খারিজ করে দেয়। রাজীব কুমার শীর্ষ আদালত কর্তৃক প্রদত্ত রক্ষাকবচএর মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে শীর্ষ আদালত তাঁকে সাত দিনের সময়সীমা দিয়েছিল।বঙ্গে আইনজীবীদের কর্মবিরতি চলছে।তাই তাঁকে দেওয়া সুপ্রিম কোর্টের ৭ দিনের রক্ষাকবচ এর সময়সীমা বাড়ানোর আবেদন করেন কলকাতার প্রাক্তন প্রাক্তন পুলিশ কমিশনার।গত সপ্তাহেই রাজীব কুমারকে প্রদত্ত রক্ষাকবচ সরিয়ে নেয় দেশের শীর্ষ আদালত৷ সিবিআই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না৷গত ১৭ই মে বলা হয়েছিল,য কোনও আদালতে আগাম জামিনের জন্য আগামী সাতদিনের মধ্যে আবেদন করতে পারবেন কলকাতার প্রাক্তন নগরপাল ৷ সারদা সহ বিভিন্ন চিটফান্ড সংস্থার তদন্তে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের অসহযোগিতার অভিযোগ করছে সিবিআই৷ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই৷ এরই মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশের বাংলা ত্যাগ করতে হয় কলকাতার প্রাক্তন নগরপালকে।শেষ দফা নির্বাচনের আগে গত বুধবারই নির্বাচন কমিশন নজিরবিহীন নির্দেশ জারি করে।এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদ থেকেও সরতে হয় এই আইপিএস অফিসারকে।