নাটক যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। জটিলতার কারনে বার বার আটকে যাচ্ছে কর্ণাটক বিধানসভার সরকার গঠনের প্রক্রিয়া।
যদিও রাজ্যপালের আমন্ত্রণে সংখ্যাগরিষ্ঠ দল না হয়েই শর্ত সাপেক্ষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন বিজপি–র বি এস ইয়েদুরাপ্পা। এরপরেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয় কেজি বোপাইয়াকে।রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় কংগ্রেস–জেডি(এস)। শনিবার সকালে শুনানির সময়ে মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
ত্রিশঙ্কু কর্ণাটক বিধানসভায় শনিবার বিকেলে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। এই মামলার কারণে প্রশ্নের মুখে পড়ে সেই আস্থা ভোট। কারণ বিধানসভায় আস্থা ভোট পরিচালনা করার দায়িত্ব থাকে প্রোটেম স্পিকারের উপরে। সেই কারণে শুনানির প্রথমদিকে এদিন বিকেলে আস্থা ভোট হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সুপ্রিম কোর্ট সবদিক বিচার করেই প্রোটেম স্পিকার মামলা খারিজ করে দিলেও আস্থা ভোট পরিচালনার দায়িত্ব থেকে কেজি বোপাইয়াকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।