নিউজ ডেস্ক কলকাতা ঃ-
সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই মেঘালয়ের রাজধানী শিলং-এ কলকাতার নগরপালে রাজীব কুমারকে জেরা করছে।ওই একই জায়গায় রবিবার হাজির থাকতে বলা হয়েছে কুণাল ঘোষকে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের আধিকারিকরা।সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ সেই কারণে তিনি দীর্ঘ দিন জেলেও কাটিয়েছেন। অন্যদিকে, পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআই মামলার তদন্তভার নেওয়ার আগে তদন্তের দায়িত্বে ছিলেন।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সিবিআই। সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা ছেড়ে শিলং-এ গিয়ে তাদের জেরা করছে সিবিআই।শিলং শহরের সঙ্গে বাঙালির সম্পর্ক গভীর। শিলং-এর সঙ্গে রোম্যান্টিক বাঙালির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সারদা তদন্ত কবে শেষ হবে তা নিশ্চিত বলা যায় না। সারদা তদন্তের শেষের কবিতা যে শিলং-এ লেখা হবে সেটাও আগে অনুমান করা যায়নি। সবই হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে।