যানাযায় গুয়াহাটি থেকে আগরতলাগামী সপ্না নাইট সুপার বাস থেকে গোপন খবরের ভিত্তিতে ৫০০ গ্রাম হেরোইন সহ তপন দও নামক এক ব্যাক্তিকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ । ধৃত ব্যাক্তির বাড়ি কমলাসাগর । পতঞ্জলির বেবি ফুডের পেকেটের মধ্যে পাচার করা হচ্ছিল হেরোইন । জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান এই প্রথম উত্তর ত্রিপুরায় এত পরিমাণে হেরোইন আটক করা হয় । আটক হওয়া ব্যক্তি জানায় সে গৌহাটির পল্টন বাজার থেকে হেরোইন নিয়ে আগরতলা যাচ্ছিল এবং প্রায় ১ বছর ধরে সে এই ব্যবসার সাথে জড়িত।
অপরদিকে উত্তর জেলার অপরপ্রান্ত দামছড়া থেকেও কয়েক লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার হয় সেইসাথে আটক করা হয় নিংঘির ত্রিপুরা নামক এক ব্যক্তিকে। এসডিপিও কাঞ্চনপুরের নেতৃত্ব এই অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ । সবমিলিয়ে জেলার ২ প্রান্তের আজকের এই নেশাবিরোধী অভিযান ও এত টাকার নেশা সামগ্রী সহ অপরাধী আটক উওরের পুলিশের এক বিরাট সাফল্য বলা যায় ।