সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ড নিয়ে সিবিআই তদন্ত দাবী করে গতকাল হাইকোর্টে মামলা দায়ের করেছিল শান্তনু ভৌমিকের আইনজীবী সম্রাট কর ভৌমিক । আজ আদালত কেন সিবিআই তদন্ত চাই সেটা জানতে চাইলে, শান্তনু ভৌমিকের আইনজীবী সম্রাট কর ভৌমিক তার ব্যখ্যা দেন ।
ব্যখ্যায় শান্তনু ভৌমিকের আইনজীবী বলেন যে পুলিশ ও তদন্তভারে নিযুক্ত সিট ঠিকঠাক তদন্ত করছে না , যে সব ধারা মামলায় প্রয়োগ করা হয়েছে সেগুলও নাকি আইনি ব্যবস্থা থেকে ইতিমধ্যে বাতিল হয়ে গেছে ।
আদালত আইনজীবীর বক্তব্য শুনে মামলা গ্রহন করে ও সেই মর্মে রাজ্য সরকার , কেন্দ্র সরকার ও সিবিআই কে নোটিশ জারি করে । আগামী ২০ তারিখ ফের শুনানির দিন ধার্য করা হয়েছে ।