উদায়পুর প্রাতিনিধি : ADC নির্বাচনের সরব প্রচার শেষ রবিবার বিকাল চারটায় । এডিসির ২৮ টি নির্বাচনী ক্ষেত্রে ভোট গ্রহণ করা হবে ৬ এপ্রিল। উদয়পুর মহাকুমার ২০ বাগমা কিল্লা প্রচারের শেষ লগ্নে শাসক ও বিরোধী দল CPIM ও তিপ্রা মথা এবং কংগ্রেস দল প্রচার তুঙ্গে তুলেছেন। ।

।শাসক দল BJP ও IPFT র প্রার্থী জয় কিশোর জমাতিয়া সমর্থনে মন্ত্রি প্রনজিৎ সিংহ রায় কিল্লা মৈথুলং বাড়িতে প্রচারে বাড়ি বাড়ি গিয়ে জনগনের কাছে ভোট চাইছেন। CPIM মিছিল বের করে মোটর স্ট্যান্ডে এসে জমায়েতে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া ও প্রার্থী অমৃত সাধন জমাতিয়া। তিপ্রা মথার প্রার্থী পুণ্য চন্দ্র জমাতিয়ার সমর্থনে কিল্লা বাজারে দলীয় কর্মীরা ভোট চাইছেন।

তিপ্রা মথার প্রার্থী পুণ্য চন্দ্র জমাতিয়ার সমর্থনে কিল্লা বাজারে দলীয় কর্মীরা ভোট চাইছেন। এদিকে কংগ্রেস প্রার্থী রত্না সাধন জমাতিয়ার সমর্থন এই গাড়ি নিয়ে দলের কিছু নেতা কর্মী ভোট চাইতে পুরো ADC এলাকায় বের হয়েছেন।

২০ বাগমা কিল্লা এলাকায় ৬ এপ্রিল নির্বাচনে ৪৬ টি বুথ সেন্টার সোমবার সকাল থেকেই কর্মীরা গিয়ে পৌঁছাবেন। নির্বাচন যাতে অবাধ ও শান্তি পূর্ণভাবে হয় সেজন্য প্রশাসন প্রস্তুত।আগামী ৬ই এপ্রিল ADC ভোট আর ১০ই এপ্রিল ফলাফল ঘোষণা।
