শুক্রবার দেশের কন্যাদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, সংশ্লিষ্ট কমিটি রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই সরকার মেয়েদের বিয়ের সঠিক বয়স নিয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বললেন, “আমাদের কন্যাদের বিয়ের সঠিক বয়স নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা চলছে। গোটা দেশ থেকে কন্যারা আমায় চিঠি লিখছেন, কেন সংশ্লিষ্ট কমিটি এখনও তার সিদ্ধান্ত জানায়নি। আমি তোমাদের আশ্বস্ত করছি, রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই সরকার এ নিয়ে সিদ্ধান্ত নেবে।”
তিনি মেয়েদের স্বাস্থ্য রক্ষা করতে সরকারের পদক্ষেপগুলি নিয়েও বলেন।
“আমরা মেয়েদের ভালো থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি ঘরে জল দিতে চলেছি। ১ টাকা করে স্যানিটরি প্যাড দিচ্ছি।” বললেন প্রধানমন্ত্রী।
২২শে সেপ্টেম্বর কেন্দ্র সরকার জানিয়েছিল বিয়ে ও মাতৃত্বের বয়সের সম্পর্ক নিয়ে পরীক্ষা করতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।