
কলকাতাঃ গতকাল দুপুরেই মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর সন্ধ্যে ঘনাতেই আরও এক ক্রিকেটার যোগ দিলেন বঙ্গ রাজনীতিতে।প্রাক্তন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অশোক দিন্দা বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে।কিছুদিন পূর্বেই খেলার মাঠ থেকে অবসর নিয়েছিলেন অশোক দিন্দা। শুভেন্দুর হাত ধরে এবার রাজনীতির বাইশ গজে পা রাখলেন অশোক দিন্দা। প্রসঙ্গত উল্লেখ্য ক্রিকেট মাঠ থেকে অবসরের দিনেই রাজনীতির ময়দানে পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন অশোক দিন্দা।শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার ইঙ্গিতও দিয়েছিলেন অশোক দিন্দা, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকবার একসাথে থেকেছি,শুভেন্দু ডাকলে আগামী দিনে ওনার সঙ্গেই কাজ করব বলেও ইঙ্গিত দিয়েছিলেন দিন্দা। আর সেই সূত্রেই আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।
