নিউজ ডেস্ক কলকাতা ঃ-
Mynation.com সূত্রে খবর সামনে আসছে। খবর এই যে ২জন হিন্দু বোনকে জোর করে অন্য ধর্মের ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ধর্ম পরিবর্তন করে দেওয়া হয়েছে। মেয়ে দুটির বাবা Mynation কে জানিয়েছেন, যে উনার দুটি কন্যা বিনীতা ঠাকুর, পরি ঠাকুর। এলাকার মেয়েদের লাভ জিহাদে ফাঁসানোর চেষ্টা করতো কিছু মুসলিম যুবক নিজেদেরকে হিন্দু পরিচয় দেবার জন্য। কন্যা ২টির বাবা জানিয়েছেন যে মুসলিম যুবকদের আসল পরিচয় জানার পর মেয়েরা সম্পর্ক করতে প্রত্যাখ্যান করে। কিন্তু মেয়ে ২টির বয়স কম হওয়ায় তাদেরকে জোর করে ভয় দেখিয়ে ধর্মান্তরকরণ করানো হয়। ১১ই মার্চ থেকে নিখোঁজ হয় মেয়ে ২টি, অনেকে চেষ্টার পর জোড়াবাগান পুলিশ স্টেশন থেকে একটা মেয়েকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধার হওয়ার পর মেয়েটি যা তথ্য জানায় তা অবাক করার মতো। মেয়েটি জানায় যে তাকে শাহবাজ আহমেদের সাথে জোরে করে বিয়ে দেওয়া হয়েছিল। মেয়েটির আসল বয়স ১৭ বছর কিন্তু মুসলিম ম্যারেজ রেজিস্টারে মেয়েটির বয়স ১৯ বছর লেখা হয়েছিল। তবে এখনো রক্ষা করা যায়নি বড় মেয়েকে বলে খবর। Mynation.com এর তরফ থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে মেয়ের বাবা পুরো ঘটনাটি খোলাখুলি বলেছেন। মেয়ের বাবা জানান যে মুসলিম যুবকদের সাথে নিকাহ করিয়ে দেওয়া হয় বড় বাজারের এক মসজিদে মেয়েদুটিকে জোর করে। কিছুদিন আগে পাকিস্থান থেকে এমন ধরনের খবর সামনে এসেছিল যাতে পুরো দেশে চর্চা শুরু হয়ে গেছিল। এই ঘটনা নিয়ে সবাই নিশ্চুপ কেন তাই নিয়ে প্রশ্ন উঠছে কলকাতার।