বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি রাম মন্দির হয়ত বাস্তব রূপ নিতে চলেছে। Shia Waqf Board সুপ্রিম কোর্ট কে বললো অযোধ্যা তেই হৌক রাম মন্দির। বাবরি মসজিদ এর এরিয়াটা SHIA WAQF BORAD এর সম্পত্তি। তাদের বক্তব্য মসজিদ হৌক মুসলিম বহুল কোনো এরিয়াতে এবং রামের জন্মভূমিতেই হৌক রাম মন্দির। বিবাদ এড়াতে রাম মন্দির থেকে একটু দূরেই হৌক বাবরি মসজিদ।