নিউজ ডেস্ক,অসমঃ-
শিলংয়ে সিবিআইয়ের অফিসে পৌঁছলেন পুলিশ কমিশনার রাজীব কুমার।তাঁকে ২২টি পাতার তিন সেট প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে।সিবিআই সূত্রে জানা গিয়েছে এই তিন সেট প্রশ্নে মোট ৩০ থেকে ৪০ টি প্রশ্নমালা রয়েছে।সূত্রের খবর ডিএসপি পদমর্যাদার একজন সিবিআই অফিসার এবং এসপি পদমর্যাদার সিবিআই অফিসাররা কলকাতা রাজীব কুমারের বয়ান রেকর্ড করবেন।অপরদিকে বয়ান রেকর্ডের সময় কলকাতা পুলিশ কমিশনারের আইনজীবী উপস্থিত থাকতে চেয়ে সিবিআইয়ের কাছে আবেদন করলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তা খারিজ করে।
উল্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, বয়ান রেকর্ড করার সময় কাউকেই থাকতে দেওয়া হবে না।জাভেদ শামিম ও মূরলীধর শর্মা কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে এসেছেন।শিলংয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে রয়েছে কড়া নিরাপত্তায় বলয়।শিলংয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।মোতায়েন করা হয়েছে কমান্ডো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দফতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে।