![]() |
প্রতীক ছবি |
মহারাষ্ট্র এডুকেশন বোর্ড তাদের অষ্টম ও নবম শ্রেণীর ইতিহাস বই থেকে মুঘল শাসকের গুনগান বাদ দিয়ে সেখানে শিবাজীর নেতৃত্বে মারাঠাদের শৈর্যের কাহিনীকে গুরুত্ব প্রদান করলো। আগে বইতে শিবাজী কে শুধুমাত্র একজন সাধারণ রাজা বলে বর্ণনা করা হয়েছিল। এখন তাকে একজন আদর্শ রাজার মর্যাদা দেওয়া হলো। যে ছাত্ররা আগে আকবরকে এক ‘উদার’ এবং অন্য সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে ‘সহনশীল’ সম্রাট হিসেবে পড়ে আসছিল,এখন তারা তাকে একজন সাম্রাজ্যবাদী শাসক হিসেবে জানবে, যিনি পুরো ভারতকে নিজের হাতের মুঠোয় আনতে চেয়েছিলেন। রাজিয়া,শের শা,বিন তুঘলকের কোন চিহ্ন ও রাখা হয়নি বইতে।
যথারীতি এই পদক্ষেপের বিরুদ্ধে রাজনীতি এবং ‘গেরুয়াকরণের’ অভিযোগ তোলা হয়েছে।