দীপা দাস, কলকাতাঃ- লায়লা মজনু-র পর শোভন বৈশাখী-র অমরপ্রেম কাহিনী জায়গা করতে চলেছে ইতিহাসের পাতায়
কলকাতার মেয়রের জীবনের যুদ্ধ হল এখণ বৌ ভার্সেস ভালোবাসা । কথাতেই আছে যুদ্ধ ও ভালোবাসার ক্ষেত্রে সব কিছু প্রযোজ্য . মেয়র শোভন চ্যাটার্জী আর বৈশাখী চ্যাটার্জীর দূরন্ত প্রেম এর খবর দুরন্ত বেগে পৌঁছে গেলো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে । সবকিছু শুনে তো বেজায় চটে গেলেণ দিদি । বুড়ো বয়সে নাকি ভীমরতি হয়েছে তাই দিদির কাছ থেকে কড়া সুরে ধমকও খেলেন শোভনবাবু । দিদির সাফকথা “হয় প্রেম নয়তো দল” যেকোনো একটা বেছে নিতে হবে । কিন্তু শোভন বাবুরই বা কি দোষ ? যে প্রেমে পড়ে সেই জানে “পিরিতি কাঁঠালের আঁঠা লাগলে পরে ছাড়েনা” ।
প্রসঙ্গত বলতে হয় পেশায় অধ্যাপিকা বৈশাখী দেবীরও স্পষ্ট কথা শেষ দিন পর্যন্ত উনি নিজের ভালবাসার সাথ দেবেন, অর্থাৎ পার্টী, পাওয়ার ও পজিশন থাক বা নাথাক তিনি কিন্তু শোভন বাবুর পাশেই আছেন, অন্যদিকে শোভন বাবুও ভালোবাসা সামলাতে না পেরে মিডিয়ার সামনেও বলে দিলেন মন্ত্রীত্ব ছাড়তে রাজি কিন্তু প্রেম নয় । ইতিহাস সাক্ষী রয়েছে লায়লা মজনু-র প্রেম কাহিনীর আর কলিযুগ সাক্ষী থাকবে শোভন বৈশাখীর অমরপ্রেম কাহিনীর । তাই কে কি কথা বললো না শুনে চালিয়ে যান শোভন বাবু কারন ইতিহাস সাক্ষী আছে সেই বিখ্যাত উক্তিটির “Everything is Fare in Love & War” .