
আগরতলাঃ-রাজ্যে পর্যটন মানচিত্রে নির্মহল একটি গন্তব্য। প্রতিদিন বহু পর্যটক এই রাজন্যস্মৃতি বিজড়িত স্থানে আসেন।প্রতিদিন ছোট,বড়ো নানা গাড়ি যে সড়কপথে যায় তার নানা স্থানে অত্যন্ত সংকীর্ণ পরিসর।ফলে অনেক সময় দুর্ঘটনা শিরোনামে উঠে আসে রাজ্যে সড়ক দুর্ঘটনা ক্রমেই বাড়ছে। প্রতিদিন কোথাও না কেড়ে নিচ্ছে যান দুর্ঘটনা মূল্যবান প্রাণ। বহু রাস্তা পারাপার করে ক্ষে ত্রে সমস্যা হয়.অনেক স্থানে জেব্রা ক্রসিং থাকলে ও ট্রাফিকের সমস্যা থাকায় এগুলিকে এড়িয়ে চালানোর জোর প্রবণতা বাড়ছে।
