নিউজ ডেস্ক নয়াদিল্লি ঃ-
বড়সড় কূটনৈতিক সাফল্য ভারতের। রাষ্ট্রসঙ্ঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল। আন্তর্জাতিক চাপে চিন মাসুদকে নিয়ে আপত্তি প্রত্যাহার করতে বাধ্য হল। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করে জানিয়েছেন, ছোট, বড় সবাই হাত মিলিয়েছে। রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে।
সবার সমর্থনের জন্য ধন্যবাদ। ভারত সরকার রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার দাবি করে আসছিল। কিন্তু চিন বারবার তাতে অধিকার প্রয়োগ করছিল। পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক মহল ভারতের পাশে দাঁড়ায়।এবং ভারত চিনের উপরে চাপ বারিয়ে দেয়,মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। ফলে চিন খানিকটা একঘরে হয়েই আপত্তি প্রত্যাহার করে। ফলে আর কোনও বাধাই থাকল না। রাষ্ট্রসঙ্ঘে সর্বসম্মতিতেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করা হল। এই ঘোষণার পর মাসুদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।