“রাম সেতু”-র অস্তিত্বের প্রমান দিল একটি আমেরিকান টি ভি চ্যানেল । আমেরিকান টেলিভিশান নেটওয়ার্ক, ডিসকভারি কমিউনিকেশন মালিকাধিন সায়েন্স চ্যানেল কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছে ।
আর সেটা সামনে আসতেই আবারও চারা দিয়ে উঠল রাম সেতু বিতর্ক । রামায়নে রামসেতুর উল্লেখে বলা আছে যে বানর সেনা শ্রীরাম পত্নী মাতা সীতা-কে উদ্ধারের জন্য সমুদ্রের জলে ভাসমান পাথর ফেলে সেতু তৈরি করেছিল । যা নিয়ে এখনও নানান রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক চলছে ।
ভারত ও শ্রীলঙ্কার সাথে যুক্ত এই সেতুটির সব তথ্য যা প্রাচীন হিন্দু পুরাণে আছে তাকি সত্য নাকি সবই ধারনা ??
ডিসকভারি কমিউনিকেশন মালিকাধিন সায়েন্স চ্যানেল দাবী করেছে যে , রাম সেতুর অস্তিত্ব বর্তমান । প্রকাশিত ভিডিও টিতে নাসার তোলা ছবি ও ফুটেজ গুলি কিন্ত এর স্পষ্ট প্রমান দেয় । ইণ্ডিয়ানা ইউনিভার্সিটি নর্থওয়েস্ট, কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয় ও সাউদার্ন ওরেগন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ও ভুতত্ববিদরা এটিকে মানুষের তৈরি বলে ব্যাখ্যা করেছেন ।