নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
৫ই ফেব্রুয়ারী দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন রাম মন্দির নিয়ে এক বড় ঘোষণা করলেন।উনি বলেন,আগামী নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত আনুমানিক ৪ মাস রাম মন্দির নিয়ে কোন আন্দোলন হবেনা।এই ঘোষনা দেবার পর কেউ বলতে পারবে না যে আমরা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলছি।অথবা তাঁদের প্রচারের জন্য সুবিধা করছি।উনি আরও জানান রাজনৈতিক আবহাওয়া স্বচ্ছ রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কিন্তু কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে।সুরেন্দ্র জৈন এও বলেন যে, আমদের ধর্ম সংসদই আসল যেটা বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত।
রাম মন্দির নির্মানের জন্য আমরা ১৯৮৪ সাল থেকে আন্দোলন করে আসছি এবং রাম মন্দিরের নির্মান আমরা করবই বলে জানান সুরেন্দ্র জৈন। কিছু মানুষ আছে যারা রাজনৈতিক চরিতার্থ সফল করার জন্য রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে এবং নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। অযোধ্যার রাম মন্দির নিয়ে এখন মামলা চলছে সুপ্রিম কোর্টে। ২৯শে জানুয়ারি এই মামলার ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ বিচারকের বেঞ্চে জাস্টিস এস.এ বোবডের অনুপস্থিতিতে শুনানি আবার পিছিয়ে যায়।