নিউজ ডেস্ক নয়াদিল্লিঃ-
লোকসভা ভোটের আগে স্বস্তি নরেন্দ্র মোদী সরকারের। রাফায়েল যুদ্ধবিমান বর্তমান দাম ইউপিএ ঠিক করা দামের থেকে দুই দশমিক আট শতাংশ সস্তা।এমনটাই রিপোর্ট জমা পড়ল রাজ্যসভায়। ১৩ই ফেব্রুয়ারী এই রিপোর্ট পেশ করা হয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাক্ষর করা রাফায়েল চুক্তিতে বিমানের দাম আগের ইউপিএ সরকারের থেকে কম বলে দাবি করা হয়েছে। এই রিপোর্ট অবশ্যই লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে খারিজ করে দিয়েছে বিরোধীরা।
তাদের দাবি এই রিপোর্টে চুক্তি সংক্রান্ত বাস্তব তথ্য কোনও ভাবেই উঠে আসেনি। আরও বলা হচ্ছে, যিনি এই রিপোর্ট তৈরি করেছেন চুক্তির সময় তিনি নিজেই অর্থ সচিব ছিলেন। এই রিপোর্টে দাবি করা হয়েছে একশ ছয়ত্রিশ টি যুদ্ধ বিমান কেনার জন্য যে খরচের কথা ইউপিএ সরকারের বলেছিল এটায় তার চেয়ে কম খরচ হয়েছে। অন্যদিকে, এই ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে এদিন উত্তাল ওঠে রাজ্যসভা। বিরোধীরা হট্টগোল শুরু করে।