
জ্বালানী গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এই মুল্য বৃদ্ধির প্রভাব পড়ছে ভোক্তার রান্না ঘরে। এক গ্যাস এসেন্সির জনৈক ম্যানেজার জানান এখনো পর্যন্ত ফেব্রুয়ারী এবং মার্চের প্রথম সপ্তাহে চার ধাপে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটেছে। গত ফেব্রুয়ারী মাসে একশ টাকা ও মার্চ মাসে আরোও পঁচিশ টাকা বৃদ্ধি হওয়াতে বর্তমান গ্যাস সিলিন্ডারের মূল্য দাঁড়াল নশ একান্ন টাকা। ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে যে গ্যাসের মূল্য ছিল আটশ ছাব্বিশ টাকা, মার্চ মাসে সেই গ্যাসের মূল্য দাঁড়াল ৯৫১ নশ একান্ন টাকা। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভোক্তারা। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের কর্তাদের,তাই ভোক্তারা গ্যাসের মূল্য কমানোর দাবি জানিয়েছেন। সাধারন মানুষের কথা চিন্তা করে গ্যাসের মূল্য কামানোর আওয়াজ উঠেছে। একজন সাধারণ মানুষের পক্ষে এত দামে গ্যাস কেনা অসম্ভব বলে জানান এক ভোক্তা।
