নিউজ ডেস্ক কলকাতা ঃ-
রাজনৈতিক হিংসা ততই বেড়ে চলেছে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে। ২৩শে এপ্রিল হলদিয়ায় রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম সূর্য প্রামাণিক। তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হলদিয়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভচক এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ। যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দোলাই জানান, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিছুদিন আগে এলাকায় চোর এসেছিল, ধরতে ধরতে পালিয়ে গিয়েছে, চুরির জন্য কেউ বা কারা করেছে। এই ধরনের ঘটনায় আমাদের দলের কেউ যুক্ত নেই। তাছাড়া সূর্য আমার ভাই, আমাদের দলের কর্মী। আমি ওর বাড়িতে গিয়েছিলাম, থানায় অভিযোগ করার কথা বলেছি। পাড়ায় চোরের হাত থেকে বাঁচতে রাতে নিরাপত্তার ব্যবস্থা করা হবে পড়ার লোকজনদের সাথে কথা বলে, এমনটাই জানিয়েছেন তৃণমূল কাউন্সিলার। অন্যদিকে সূর্যের পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।