নিউজ দেস্ক, আগরতলাঃ-রাজ্যের বেকারদের জন্য সুখের বার্তা নিয়ে এল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ও ডিএলএড এ এ্ককালীন ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, আগামী দুই বছর দুই মাস সতেরো দিন সময়কালের মধ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড ছাড়াই সংশ্লিষ্ট বেকার চাকরি প্রার্থীরা টেট পরীক্ষায় বসতে পারবেন।
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত টেট-১ এবং ক্লাস সিক্স থেকে ক্লাস এইট শ্রেণী পর্যন্ত টেট-২ পরিক্ষায় অংশ গ্রহন করতে গেলে ডিএলএড এবং বিএড ছাড়াই আবেদন জানানো যাবে। তবে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় ৫০% নম্বর সহ দ্বাদশ উত্তীর্ণ অথবা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত স্নতক হতে হবে। এরফলে রাজ্যে প্রায় ৭৫০০ শিক্ষকের শূন্য পদ পূরণে জটিলতা কেটে গেল। এই ছাড়ের ফলে যাদের চাকুরী হবে তাঁরা ট্রেইনি টিচার হিসেবে বিবেচিত হবেন। এই সময়ের মধ্যেই তাদের পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অলক জওহর রাজ্যের শিক্ষা দফতরের প্রধান সচিব কে চিঠি মারফত এই খবর জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এই সিদ্ধান্তে রাজ্যে বেকারদের মধ্যে খুশির হাওয়া বইছে বলে জানা গেছে।