রাতের অন্ধকারে আবার ও শুরু হল চোরের উপদ্রব। এবার ঘটনা ধর্মনগর মহকুমার কামেশ্বর ২নং ওয়ার্ডের। জানা যায়, এলাকার বাসিন্দা সঞ্জিত দে – এর TRO5D5673 নম্বরের নতুন পালসার বাইক চুরি হয়। রোজ দিনের মতোই গতকালও সঞ্জিত বাবু নিজের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে বাইকটি বারান্দায় রেখে ঘরে চলে যায়।

খাওয়া দাওয়া শেষ করে পরিবারের সবার সাথে রাত 1 ঘটিকা পর্যন্ত সময় কাটায় সঞ্জিত। ততক্ষণ পর্যন্ত কিছু হয়নি। কিন্তু কখন এই দুর্ঘটনা ঘটে তা কেউ টের পায়নি। সকালে গেইট খুলতে গিয়ে সঞ্জিতের বাবা দেখেন যে গেইটের তালা ভাঙা আর সঙ্গে একটি শাবল পরা। তখন তারা আন্দাজ করতে পারেন যে রাতের অন্ধকারে বাড়িতে অনধিকার প্রবেশ হয়েছিল।

তারপর ওদের নজর পরে যে বারান্দায় থাকা বাইকটি নেই। জানা যায়, বাইক- এর টুলবক্সে নাকি সঞ্জিতের মূল্যবান কাগজপত্র ও ছিল। তৎক্ষণাৎ ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। এখন দেখার বিষয় পুলিশ কতটা জয়ী হতে পারে এই চুরি হওয়া বাইককে উদ্ধার করতে।
