প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ মার্চ নতুন সরকার পুরোনো নিয়োগনীতি বাতিল করে সেইসময় চলিত প্রত্যেক নিয়োগে স্থগিতাদেশ জারি করলেও সোমবার রাজ্যের মন্ত্রীমণ্ডলের দীর্ঘ বৈঠকের পর রাজ্য সরকারের তরফে নতুন নিয়োগ নীতি চালু করার কথা বলা হয়েছে । সেইসাথে সম্প্রতি মন্ত্রিসভার বিভিন্ন দফতরে নিয়োগ সংক্রান্ত যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তাতেও স্থগিতাদেশ জারি করা হয় । সূত্রের খবর দুর্গাপূজার আগের শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া । সোমবার রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেক দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন নতুন নিয়োগনীতির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া শুরু করে । প্রত্যেক দফতরকে অর্থ দফতরের অনুমতি নিয়ে নতুন নীতির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া শুরূ করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিচারবিভাগ ছাড়া সমস্ত বিভাগেই এই নয়া নিয়োগনীতির আওতায় পড়বে । টিপিএসসি’র মাধ্যমেও যে নিয়োগপ্রক্রিয়া চলবে তাও নতুন নিয়োগনীতির আওতায় সম্পন্ন করতে হবে সেইসাথে বাম আমলে যে নিয়োগনীতির মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তা অঘোষিতভাবে বাতিল করে দেওয়া হয়েছে কারন গতকালও দুটো পদে স্ক্রিনিং টেস্ট ছিল টিপিএসসি’র কিন্তু হঠাৎই পরীক্ষা শুরুর দশ মিনিট আগে তা বাতিল করে দেওয়া হয় আর সেই ঘটনায় ফের প্রমাণ হয়ে গেল পুলিশ, টিএসআর এবং বিভিন্ন দফতর ও টিপিএসসিতে বাম আমলে যে সিলেকশন হয়েছে, দুর্নীতি আর স্বজনপোষণ এর কারন দেখিয়ে তাদের আর নিয়োগের সম্ভাবনা নেই। সরকারের নির্দেশনামায় স্পষ্ট বলা আছে নতুন নিয়োগনীতির মাধ্যমেই নিয়োগ হবে জারফলে বিগত বাম আমলে যেইসব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে রেখেছে শুধু অফারলেটার ছাড়ার বাকি সেটারও বাস্তবায়ন হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
নিউজ ডেস্ক, আগরতলাঃ – নব নির্বাচিত জোট সরকারের দৌলতে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে রাজ্যের বেকারদের ।