নিউজ ডেস্ক, তুষার বিশ্বাস, উত্তর দিনাজপুর:- “রাজ্যে গনতান্ত্রিক পরিবেশ শেষ, জরুরী অবস্থা ঘোষনা হয়ে গিয়েছে” আজ রায়গঞ্জ জেলা আদালতে তোলার সময় এমন মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী।
পুলিশের অনুমতি ছাড়াই রায়গঞ্জ শহরে মিছিল করা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনায় বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীসহ শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ আদালতে আবেদন করেছিল। কিন্তু গতকাল অভিযুক্ত জেলা বিজেপি সভাপতি বালুরঘাট জেলা সংশোধনাগারে থাকায় তাকে আদালতে পেশ করা যায়নি। আজ রায়গঞ্জ সিজেএম আদালতে তোলা হয়েছে বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তীকে।
কোর্ট লকআপে প্রবেশ মুহূর্তে শঙ্কর চক্রবর্তী বলেন, ” মিছিল করার জন্য জেলে যেতে হচ্ছে, এরপর অনশন ছাড়া আর কোনও আন্দোলন করা যাবেনা। এরাজ্যে গনতান্ত্রিক পরিবেশ শেষ হয়ে গিয়েছে। তার কটাক্ষ রাজ্যে জরুরী অবস্থা ঘোষনা হয়ে গিয়েছে।