নিউজ ডেস্ক, ত্রিপুরাঃ-
বিগত বছর গুলিতে রাজ্যের দুই মেয়ে বিশ্বের দরবারে ত্রিপুরা তথা ভারতের নাম উজ্জল করেছিলো।ক্রীড়া ক্ষেত্রে ইতিহাস করে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করেছিল, এশিয়ান কিকবক্সিং-এ নিষ্ঠা চক্রবর্তী এবং দীপা কর্মকার বিশ্ব জিমনাস্টিক-এ। এবারে রাজ্যের নাম উজ্জ্বল হলো চিকিৎসাশাস্ত্রেও, এক নারীই আবারও উজ্জল করলো রাজ্যের নাম। সেই মেয়ের নাম শর্মিষ্ঠা দে।তিনি রাজ্যের এক সুনামধন্য নৃত্যশিল্পী হীরা দের মেয়ে।একধরনের রাসায়নিক তৈরি করেছেন যা ফুসফুসের ক্যান্সার নিরাময় করবে।আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে বিগত দুই বছর ধরে শর্মিষ্ঠা এই নিয়ে গবেষণা করছিলেন।আমেরিকান এসোসিয়েশন অফ ক্যান্সার রোসোর্সের জার্নালে প্রকাশিত হয়েছে উনার গবেষনাপত্রটি।