নিউজ ডেস্ক, কলকাতাঃ- রথযাত্রার উদ্বোধনে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী ।
লক্ষ্য ২০১৯, সর্বভারতীয় সভাপতির কথায় দরকার ২২টি আসন। তাই লোকসভা নির্বাচনের আগে প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছে বঙ্গ বিজেপি । সেইসাথে কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্যে আসছে ভোট প্রচারে । আর সেই ভোট প্রচার শুরু হচ্ছে রথযাত্রা-র মধ্য দিয়ে । বিজেপির তরফে প্রকাশিত প্রথম নির্ঘণ্ট অনুসারে বিজেপি সভাপতি অমিত শাহের হাত দিয়ে আগামী ৫ ডিসেম্বর বীরভূমে রথযাত্রার উদ্বোধন হওয়ার কথা ছিল । কিন্তু অমিত শাহ এই মুহূর্তে তেলেঙ্গানার ভোটের প্রচারে ব্যস্ত থাকায় ওই কর্মসূচি ৫ ডিসেম্বর থেকে পিছিয়ে ১৪ ডিসেম্বর করে বিজেপি ।
তাই আগামী ৭ ডিসেম্বর কোচবিহার থেকে ও ৯ ডিসেম্বর গঙ্গাসাগর থেকে রথযাত্রার শুভারম্ভ আমিত শাহের হাত দিয়ে হলেও ১৪ ডিসেম্বর বীরভূম থেকে শুরু হওয়া রথযাত্রার উদ্বোধন করতে আমিত শাহ না আসতে পারলে, আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি সূত্রের খবর, তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিয়ে সূচনা করতে পারেন রথযাত্রার । প্রধানমন্ত্রী , সভাপতি ছাড়াও পশ্চিমবঙ্গের এই রথযাত্রায় উপস্থিত থাকার কথা আছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপিশাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের মন্ত্রীরা।