নিউজ ডেস্ক নয়া দিল্লী ঃ-
ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি রয়েছে। শত্রুপক্ষের উপর হামলা কীভাবে করা যাবে সেই মহড়া ইতিমধ্যে সেরে ফেলেছেন বায়ুসেনার আধিকারিকরা।এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল অনিল খোশালা।১৬ই ফেব্রুয়ারী থেকে পাকিস্তান সীমান্ত অর্থাৎ পোখরানে শুরু হয়েছে বায়ুসেনার বিশাল মহড়া। সেই মহড়াতে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন এয়ার মার্শাল। ভারতীয় বায়ুসেনা বিশাল মহড়া শুরু করেছে পোখরানে। এই মহড়াটির নাম বায়ু শক্তি ২০১৯৷ তার মধ্যে রয়েছে মিগ-একুশ মিগ-সাতাশ মিগ-উনত্রিশ ছাড়াও জাগুয়ার, সুখোই, তেজস্ব৷এবং ভি এস ধনওয়া সহ সেনা প্রধান বিপিন রাওয়াতও উপস্থিত রয়েছেন। এই মহড়াতে কীভাবে
শত্রুপক্ষের উপর হামলা করে মিসাইল ফেলে গুঁড়িয়ে দেওয়া যায় সেটাই কার্যত। একই সঙ্গে কীভাবে শত্রুপক্ষের ছোঁড়া মিসাইলকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় সেই প্রশিক্ষণও নিয়েছেন বায়ুসেনার আধিকারিকরা। একদিকে যখন চল্লিশ জন সিআরপিএএফের শহিদের বদলা নেওয়ার জন্যে গোটা দেশ ফুঁসছে অপরদিকে দেশের আরেক প্রান্তে বায়ুসেনার এই মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ।