নিউজ ডেস্ক কলকাতা ঃ-
মামনি সিংহ রায়,ময়নাগুড়িঃবেহাল অবস্থায় রয়েছে ময়নাগুড়ি খুকশিয়া উদ্যান।বাম আমলে তৈরি এই উদ্যান এক সময়ে পর্যটকদের আনাগোনায় ভরে যেত। কিন্তু এখন সব অতীত।দীর্ঘ দিন ধরে এই পার্কে প্যাডেল বোট খারাপ হয়ে রয়েছে।তার উপর পার্কে নতুনাত্ব কিছু নেই যা দেখে লোক এই পার্কে আসবে।প্রতিবছর সরস্বতী পূজোয় পার্ক সংলগ্ন এলাকায় বসে মেলা।খুকশিয়া পার্কে মানুষের সমাগম এখন একদম কম হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাথায় হাত তাদের মতে নতুনাত্ব পার্কে খেলনা আনলে প্যাডেল বোর্ড ও নতুনাত্ব কিছু করার চিন্তা ভাবনা করলে এই পার্কে আবার লোকজন আসবে।খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা রায় বলেন,পার্কে নতুন খেলনা আনা হয়েছে।প্যাডেল বোট আনা হয়েছিলো সে গুলি খারাপ থাকায় ফেরত পাঠানো হয়েছে তাড়াতাড়ি বোট আনা হবে।পার্কটি উন্নতিকল্পে আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি।