আক্রান্ত সত্তরোর্ধ (৭২) বয়স্ক রেবতি মোহন দাস। অপরাধ ছিল ‘মোদী গেঞ্জি’ পরে গিয়েছিলেন দুর্গতদের সাহায্য করতে। এবং এর ফলেই কমরেডদের হতে মার খেতে হয় উনার। ‘মোদী গেঞ্জি’ পরায় মোদী বিরোধীরা তাকে ধাক্কা মেরে ইটের উপর ফেলে দেয়, এবং তাকে লাথি মারতে উদ্যত হয়। এই ঘটনায় আক্রান্ত বিজেপি জেলা সভাপতি সুকান্ত ঘোষ এবং অরুণ কুমার। ঘটনা ঘটে প্রতাপগড় ঋষিপাড়া বিদ্যালয়ের।