নিউজ ডেস্ক, নিউদিল্লীঃ- 17 ই সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 68 তম জন্মদিনে ভারতীয় স্কাইডাইভার শীতল মহাজন 13,000 ফুট উচ্চতা থেকে উঁচু থেকে স্কাইডাইভিং মাধ্যেমে মোদীজিকে শুভেচ্ছা জানালেন ।
পদ্মশ্রী পুরস্কার বিজয়ী শীতল মহাজন আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগোয় স্কাইডাইভিং মাধ্যেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়ে তার ফেসবুক পেজ-এ একটি ভিডিও পোস্ট করেন । তারসাথে ছিল ওপর একজন ভারতীয় স্কাইডাইভার সুদীপ কোডাওয়াতি , ভিডিওটিতে দেখা যায় 13000 ফুট উচ্চতা থেকে তারা 68 তম জন্মদিনে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা জানাচ্ছেন ।
শীতল তার লাফের সময় একটি বিশেষ ভিডিও বার্তাও রেকর্ড করেছেন, যেখানে তিনি বলেন, “এটি ছিল একটি দুর্দান্ত লাফ এবং প্রধানমন্ত্রীর জন্য বিশেষ লাফ, আকাশে হাজার হাজার ফিট থেকে প্রধানমন্ত্রীকে শুভ জন্মদিনের শুভ কামনা জানানোর পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচনের জন্যও অগ্রিম শুভকামনা জানালেন ” আর থেকেই শুধু ভারতের মাতিতেই নয়, বিদেশের মাতিতেও মোদীজীর জনপ্রিয়তা যে কতখানি, তা আরও একবার সারা বিশ্ব দেখল ।