![]() |
মোহাম্মদ হামিদ আনসারি |
নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা ও তার খরচ নিয়ে বিরুধী রাজনীতি তোলপাড় হয়। লোকেশ বত্রা নামে এক ভদ্রলোকের করা আরটিআই (RTI) তথ্যে উঠে এসেছে প্রাক্তন উপরাষ্ট্রপতির বিদেশ যাত্রার খরচ। শুনলে অবাক হবেন শুধু হামিদ আনসারির বিদেশ ভ্রমণের খরচ ৩০০ কোটি টাকা। উল্লেখ্য মোদীর বিদেশ ভ্রমণ শেষে দেশ অনেক কিছু পায়। মোদীর প্রতিটি বিদেশ ভ্রমণ প্রচুর বিদেশী লগ্নি নিয়ে আসে। সেই জায়গায় হামিদ আনসারী তেমন কিছুই আনতে পারেননি।