নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ- ২৯শে জানুয়ারি চুরাইবাড়িতে সকালে এক মৃত ব্যক্তির দেহ উদ্ধার এর ঘতনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা বড়গুল এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, কদমতলা থানাধীন জুলাইবাসার বড়গুল গ্ৰামের বাসিন্দা পুতুল চন্দ্রনাথ বয়স(৫২)প্রতিদিনের মতো ২৮শে জানুয়ারি রাতে ও মদমত্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়।সারারাত লালছড়া এলাকায় এক মন্দিরের পাশে পড়ে থাকে অচৈতন্য অবস্থায়।২৯শে জানুয়ারি সকালবেলা এলাকারই এক মহিলা মন্দিরে আসার পথে মৃতদেহটি দেখতে পায়।
এলাকাবাসীরা প্রথমে পুতুলকে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অনুমান করেন, কিন্তু কাছে এসে ডাকাডাকি করতেই বুঝতে পারেন হয়তো সে মারা গেছে।সঙ্গে সঙ্গে কদমতলা থানায় খবর দেওয়া হয়।পুলিশ পুতুলকে হাসপাতালে নিয়ে আসতেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে মৃতদেহটিকে মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।এদিকে মৃত পুতুলের বাড়ি বড়গুল গ্ৰামের ৫ নং ওয়ার্ডে।সে পেশায় দিনমজুর।এলাকাবাসীরা জানান সেনাকি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। তার বর্তমানে স্ত্রী সহ দুই পুত্র রয়েছে।