বিগত দুইদিন ধরে বন্যায় বিপর্যস্ত আগরতলা শহর। কোথাও হাঁটু জল ত কোথাও কমর জল, মুখ্যমন্ত্রীর বাসভবনেও জলের আক্রমণ। তাই কি ঘুম ভাঙ্গলো এবার? আজ সকালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বের হলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাথে বাদল চৌধুরি। বিগত কয়েকদিন আগেও এরকম বন্যা পরিস্থিতি হয়েছিলো কিন্তু দেখা যায় নি মুখ্যমন্ত্রী কে, তবে এবার ঘুম ভাঙ্গার কারণ কি? বিরোধী দলের নেতাদের মাঠে দেখে বাধ্য হয়ে নামলেন না ত?