
কলকাতাঃ- বিজেপি মালদহে বড়সড় ভাঙন ধরাল শাসক তৃণমূলের ঘরে।বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা শেখ ইয়াসিন সহ তৃনমূলের দখলে থাকা তেরটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা।এটাই নির্বাচনের প্রাকমুহূর্তে তৃণমূলের কাছে সবচেয়ে বড় ধাক্কা।


তৃণমূল নেতা শেখ ইয়াসিন সহ মালদহের রতুয়া বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানরা আজ বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন।সূত্রের খবর আসন্ন নির্বাচনে বিধানসভার টিকিট পাবেন না ধরে নিয়েই শেখ ইয়াসিনের এই দলবল।একদিকে বিজেপি নিজেদের শক্তি বৃদ্ধি করতে মাঠে নেমেছে অপরদিকে ক্রমাগত ভাঙছে শাসক দল তৃণমূল।তৃণমূল সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠ যশ দাশগুপ্ত সহ সৌমিলী বিশ্বাস, পাপিয়া অধিকারী, অঞ্জনা বসু যোগ দেন বিজেপিতে।সূত্রের খবর আগামী দিনে টলিউডের আরও নক্ষত্রদের দলে টানার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
