নরেন্দ্র মোদী ঝড়ে আবারো উড়ে গেলো বিরুধীরা।মহারাষ্ট্রে গ্রামে সরপঞ্চ দের জন্য প্রথম নির্বাচন অনুষ্টিত হলো এবার। যদিও কেউ কোনো দলের প্রতীক ব্যবহার করে নি তবে সবাই কোনো না কোনো দলের সমর্থিত ছিলো। আজ ফল ঘোষণা হয়। ৩৪৮৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯৭৪ টির ফল ঘোষণা হয়েছে যার মধ্যে bjp মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন ১৪৫৭ টিতে কংগ্রেস মনোনীত প্রার্থী ৩০১ টিতে শিবসেনা ২২২ এবং Ncp মনোনীত প্রার্থী ১৯৪ টি আসনে জয়ী হয়েছেন।২০১৪ এর পর থেকে মহারাষ্ট্রে বিজেপি দীনকেদিন শক্তিশালী হচ্ছে।