নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
বোমা আতঙ্কে কাটালো ধর্মনগর রেল স্টেশন। ২৭শে এপ্রিল রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ধর্মনগর রেল স্টেশনের জি আর পি এফ যখন চেকিং করছিল তখন রেল লাইনের পাশে একটি ব্যাগের ভিতর স্টীলের বক্স লক্ষ্য করে। যা চেইন দিয়ে বাঁধা ছিল, তা দেখে খবর দেয় ধর্মনগর আরক্ষা দপ্তরে। সাথে সাথে ছুটে যান উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং ও এস ডিপি ও রাজিব সুত্রধর, এবং তার সঙ্গে ঊনকোটি জেলার ডগস্কোয়াড কে ও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় একটি দমকলের ইঞ্জিন। অপরদিকে বোমা আতঙ্কে আগরতলা দেওঘর এক্সপ্রেসকে পানিসাগর স্টেশনেই দাড় করিয়ে রাখা হয়। ডগস্কোয়াড তল্লাশি করে কিছুই পাননি। সাথে সাথে বমস্কোয়াড বাহিনী তাদের ড্রেস পরিধান করে একটি হুক এর মাধ্যমে এই ব্যাগটিকে টেনে আনে। তারপর দেখা যায় এই ব্যাগের ভিতর একটি স্টীলের ডাস্টবিন এবং ইলেকট্রিক এর একটি বোর্ড রয়েছে। এই কারণেই দেওঘর এক্সপ্রেস কে পানিসাগরে ৩ ঘন্টা দাঁড়াতে হয়। রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ পরিস্থিতি শান্ত হয় ও ট্রেন চলাচল শুরু হয়। এবং এমন দুর্ঘটনা এড়াতে গোটা স্টেশন চত্বরে সি সি টিভি লাগানোর প্রস্তাব দেওয়া হবে রেল দপ্তরকে রাজ্য প্রশাসনের তরফ থেকে।