পুজোয় ভিড় এড়ানোই এবারের পুলিশের সবচেয়ে বড় কাজ। সারা রাজ্যের সব জেলায় যাতে পুজোয় ভিড় না হয় এবং করোনা বিধি যাতে লংঘিত না হয় সেই বার্তা জেলা প্রশাসনকে আগেই দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তাই উত্তরবঙ্গের শিলিগুড়িতে ভিড় রুখতে এবার ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওখানকার পুলিশ। লকডাউনের সময় ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়ে ভালো ফল পেয়েছিল পুলিশ। তাই এবার পুজোর ভিড়ে রাশ টানতেও ড্রোন ওড়াতে চলেছে শিলিগুড়ি পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো, ভিড় এড়ানো, আইনশৃংখলা রক্ষা সবই যাতে ভালোভাবে হতে পারে তার জন্য মণ্ডপ সামলানোর ভার ডিসিপি. এসিপি পদমর্যাদার পুলিশ অফিসারদের ওপর ছাড়া হয়েছে। ৩০০ জন অফিসার কয়েকটি দলে বিভক্ত হয়ে এই কাজ যাতে করতে পারেন সেই ভাবেই পুলিশের পরিকল্পনা হয়েছে।