ভারত মায়ের নিরাপত্তার ভার এবার মেয়েদের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । যেভাবে দিনের পর দিন উপত্যকায় অশান্তি বেড়ে যাচ্ছে তাতে দেশের নিরাপত্তায় কাশ্মীর উপত্যকায় নতুন ৯ ইউনিট মোতায়েন করার কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এর মধ্যে ২টি মহিলা ইউনিট থাকবে বলেও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, উপত্যকার মেয়েরা ইদানীং আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে, কিশোরীরাও পাথর ছোড়ার ঘটনায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিক্ষোভকারী মহিলাদের রুখতে স্থানীয়দেরই নিয়োগ করা হবে ওই দুই ব্যাটালিয়নে। গত বেশ কিছুদিন ধরে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় জম্মু-কাশ্মীর সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী । ৯ ইউনিটের মধ্যে ৭ ব্যাটালিয়ন পাঠানো হবে সীমান্তে ও ২ ব্যাটালিয়ন দক্ষিণ কাশ্মীরের উপদ্রুত এলাকাগুলিতে রাখা হবে। মহিলা বিক্ষোভকারীদের ঠেকাতে, আধাসেনার দু’টি মহিলা ব্যাটালিয়ন গড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফর শেষে তিনি বলেন, ”মহিলাদের একটি ব্যাটালিয়ন জম্মুতে ও দ্বিতীয়টি কাশ্মীরে মোতায়েন হবে। এর ফলে দু’হাজার মহিলার কর্মসংস্থান হবে।”
২ মহিলা ইউনিট ছাড়া পাঁচটি রিজার্ভ ব্যাটেলিয়ন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। যার মধ্যে ৬০ শতাংশ সিট রিজার্ভ থাকবে সীমান্তের কাছে বসবাসকারী মানুষের জন্য।